নিয়মিত পৌরকর পরিশোধ করুন । ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন । গাছ লাগান পরিবেশ বাঁচান । পানি অপচয় রোধ করুন । শিশুর জন্ম নিবন্ধন করুন । এ প্রিয় শহর আপনার একে সুন্দর রাখার দায়িত্বও আপনার । যত্রতত্র পোস্টার/বিজ্ঞাপন স্থাপন ও লেখনী থেকে বিরত থাকুন, শহরের সৌন্দর্য্য বজায় রাখুন। শহরের যানজট নিরসনে ট্রাফিক আইন মেনে চলুন । বিষাক্ত কালো ধোঁয়া, উচ্চ শব্দের হর্ণ, মাইকের বিকট আওয়াজ স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর ।
↑