logo Santhia Paurashava, Pabna .

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
খবর:

সরকারের সাফল্য তুলে ধরতে পেশাজীবীদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত পেশাজীবী সমন্বয় পরিষদের জাতীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বলেন, ‘আমি আশা করি সমাজের সকলস্তরের প্রতিনিধিত্বকারী পেশাজীবীগণ জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের বর্তমান মেয়াদে অর্জিত সাফল্য তুলে ধরার উদ্যোগ নেবেন।’
সরকারি কর্মচারীদের ২০ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করায় পেশাজীবীগণ প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। এই ভাতার পরিমাণ দাঁড়াবে সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং নূন্যতম ১৫০০ টাকা। সরকারি কর্মচারীদের স্থায়ী পে কমিশন গঠনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন তাঁর সরকার বিশ্বাস করে জনগণই ভোটের মালিক এবং নিরবিচ্ছিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের উন্নয়ন সম্ভব। তিনি বলেন, গণতান্ত্রিক ধারা এগিয়ে নিতে বর্তমান সাংবিধানিক কাঠামোর আওতায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে দল জনগণের রায় পাবে তারা ক্ষমতায় আসবে।
তিনি বলেন গত চার বছর আট মাসে তাঁর সরকার জনগণের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে একটি টেকসই গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় সব কিছু করেছে। তিনি বলেন, ‘ মানুষের ওপর আমার পুর্ণ আস্থা আছে। তারা অব্যাহত উন্নয়ন ও সাফল্য, দারিদ্র্য থেকে মুক্তি, সামাজিক শান্তি বজায় রাখতে, দেশকে সন্ত্রাসবাদমুক্ত রাখতে এবং সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে চাইলে তারা অবশ্যই আমাদের ভোট দেবে। তারা অন্যকিছু ভাবলে, আমার বলার কিছু নেই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদ সভাপতি বিচারপতি এএফএম মেজবাহউদ্দীন আহমেদ। এতে অন্যান্যের মধ্যে পরিষদ নেতা প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বুয়েটের উপাচার্য অধ্যাপক এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কামরুল হাসান খান ও পরিষদের বিভাগীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এতে স্বাগত বক্তব্য রাখেন।
img

Adminstrator
Mayor Md. Rifatul Haq
More
Facebook Page

Facebook Like Box

Miscellaneous

Important links

National Hotline
হটলাইন নম্বর তালিকা

মোট পরিদর্শক

15143
Visit Today : 268
Visit Yesterday : 25
This Month : 798
This Year : 798
Total Visit : 15143

Site was last modified:   06-11-2024 05:45:01

Design & Developded by: Freelancer IT: 01872788592 / 01729724232